শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অপরাধে নজরুল ইসলাম মাদবর (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

বিচারিক আদালতের কৌঁসুলি (পিপি) মির্জা হযরত দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নজরুলের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণপাড়ায়। তার বাবার নাম হোসেন আলী মাদবর।

মামলার নথি অনুসারে, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল তার স্ত্রী আমেনা বেগমকে (৩০) বাড়িতে কুপিয়ে হত্যা করেন এবং ফেসবুক লাইভে এসে হত্যার দায় স্বীকার করেন। আমেনা একই উপজেলার গঙ্গেশকাঠি এলাকার আব্দুল আজিজ মাদবরের মেয়ে। ২০০৮ সালে নজরুলের সঙ্গে আমেনার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।

মির্জা হযরত বলেন, 'বিয়ের ছয় বছর পরে নজরুল মালয়েশিয়া চলে গিয়েছিলেন। হত্যাকাণ্ডের আট মাস আগে দেশে ফিরে আসেন। প্রায়ই তাদের ঝগড়া হতো। হত্যাকাণ্ডের পরে ফেসবুক লাইভ দেখে প্রতিবেশীরা পুলিশকে জানায়। পুলিশ নজরুলকে গ্রেপ্তার এবং আমেনার মরদেহ উদ্ধার করে।

'আমেনার ভাই সুলতান মাদবর পাঁচ জনকে আসামি করে ডামুড্যা থানায় মামলা দায়ের করেছিলেন। তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিলে সেটি আমলে নিয়ে আদালত বিচার শুরু করেন। এই মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন,' বলেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী এনামুল হক মনে করেন, নজরুল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মৃত্যুদণ্ডের পরিবর্তে নজরুলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো।

সাজা কমাতে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান এনামুল।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago