গাজীপুরে রেলপথে নাশকতার মামলায় বিএনপির কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে রেলপথে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বিএনপিপন্থী এক কাউন্সিলরসহ দলটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জিএমপি কমিশনার মাহবুব আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া (৫০), নেত্রকোনার মদন থানার বারইবাজার গ্রামের  জান্নাতুল ইসলাম(২৩), ময়মনসিংহের ভালুকা থানার বান্দিয়া গ্রামের মেহেদী হাসান(২৫), গাজীপুর শহরের  ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলকার নাইম আশরাফী হৃদয় (৩৫),  ছায়াবিথী এলাকার শাহানুর আলম(৫৩) ও সোহেল রানা(৩৮) ও গাজীপুর সদর থানার কানাইয়া পূর্বপাড়া গ্রামের মো. সাইদুল ইসলাম (৩২)।

পুলিশের ভাষ্য, গেপ্তার হওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

গত ১৩ ডিসেম্বর ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের বনখরিয়া এলাকায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভসহ মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে আসলাম হোসেন (৩৫) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছিল। রাতের কোনো এক সময় গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখরিয়া এলাকায় রেলপথের একটি অংশ কেটে রাখে দুর্বৃত্তরা। ভাওয়াল রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

3h ago