নাশকতার মামলায় বিএনপি নেতা হেলাল-এজাজসহ ৮ জন কারাগারে

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার ডুমুরিয়া থানার নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মোমরেজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।

এদিন সকাল থেকেই নেতাদের জামিন আবেদনের শুনানি কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। জামিন আবেদন নামঞ্জুর হলে তারা মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামের ফটকে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago