ব্রাহ্মণবাড়িয়া

‘পাম্প চুরি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানির পাম্প চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

নিহত জাহিদুল ইসলাম পরশ (২১) উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ শুক্রবার বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের অভিযোগ, দুই দিন আগে তাদের প্রতিবেশী আলমগীর মিয়ার বাড়ি থেকে একটি পানির পাম্প চুরি হয়। চুরির সঙ্গে জাহিদুল জড়িত সন্দেহে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন ও বাবুসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। 

এতে জাহিদুল আহত হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। 

ওসি এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

Comments

The Daily Star  | English
JCD blocks Shahbagh over DU student Shammo murder

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

1h ago