শিশুকে ধর্ষণের পরে হত্যা: ১৪ বছর পরে ৪ আসামির যাবজ্জীবন

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পরে হত্যার অপরাধে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন—আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল মিয়া ও মোহাম্মদ আনাই। তাদের মধ্যে আনোয়ার পলাতক।

বাকি আসামিরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

বিচারিক আদালতের সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ চৌধুরী বলেন, ২০০৯ সালের ১ এপ্রিল এই ঘটনা ঘটেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় একাধিকবার তদন্তের পরে ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেছেন।

মামলার নথি অনুসারে, ওই শিশু হাওরে তার ভাইকে খুঁজতে বের হয়েছিল। সে সময় আসামিরা তাকে অপহরণ এবং ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে।

Comments

The Daily Star  | English
Rape threat

Law must recognise rape threats as audible intent

Threats of rape and sexual assault should be criminalised as felonies.

8h ago