দিনাজপুরে নকলের দায়ে ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া পরীক্ষাকেন্দ্রের ৬ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই কেন্দ্রের পৃথক তিনটি কক্ষে ৩ পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে এমন উত্তরের ফটোকপি পাওয়া যায়। কেন্দ্রের ট্যাগ অফিসার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালে, ইউএনও ওই কেন্দ্রে গিয়ে তাদের বহিষ্কার করেন।

তিনি বলেন, 'ওই তিন পরীক্ষার্থী ইউএনওকে জানান যে, তারা গৃহশিক্ষকের কাছ থেকে ওই উত্তরপত্রগুলো পেয়েছেন।'

এ ঘটনায় ওই ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার ছাড়াও কেন্দ্রটির পৃথক ৩ কক্ষের দায়িত্বে থাকা ৬ কক্ষ পরিদর্শকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউএনও রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বহিষ্কৃত পরীক্ষার্থীদের আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অব্যাহতি পাওয়া ৬ কক্ষ পরিদর্শক এ বছরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না।'

অসদুপায় অবলম্বন করা ওই ৩ পরীক্ষার্থীর মধ্যে ২ জন কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় এবং ১ জন রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসিতে অংশ নিচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, 'আমরা গৃহশিক্ষকদের বিষয়ে অনুসন্ধান করছি। তাদের নজরদারিতে রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago