ঋণখেলাপির অভিযোগ, সাবেক মন্ত্রী নুরুল ইসলামের ৪ ছেলের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির অভিযোগে সাবেক মন্ত্রী নুরুল ইসলামের চার ছেলের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ রোববার এ আদেশ দেন।

তারা হলেন-সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের এমডি মজিবর রহমান, পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল।

এই চারজনই আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে।  

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

৩০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা ২০২৩ সালের ২৬ নভেম্বর ওই চার ভাইয়ের বিরুদ্ধে মামলা করে।

মামলার নথি থেকে জানা যায়, ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা সময়মতো পরিশোধ করেননি।

বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, 'তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি-ইমিগ্রেশনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago