নরসিংদী

কারাগার থেকে পলাতক ২১৬ বন্দির আত্মসমর্পণ, ২ জঙ্গি গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুই দিনে আত্মসমর্পণ করেছেন।

কারাগারে হামলায় জড়িত সন্দেহে আজ বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কারাগার থেকে পলাতক দুই 'জঙ্গি' ধরা পড়েছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল পর্যন্ত ১৩৬ জন বন্দি আত্মসমর্পণ করেছিলেন। আজ দুপুর ১২টা পর্যন্ত ৮০ জন আত্মসমর্পণ করেছেন।'

এদিন দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'কারাগারে হামলার অভিযোগে গতকাল ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ দুপুর পর্যন্ত আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কারাগার থেকে পলাতক দুই নারী জঙ্গি রয়েছেন।'

চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে নরসিংদী কারাগারে হামলার পর ৮২৬ বন্দি পালিয়ে যান। এ ঘটনায় নরসিংদী কারাগারের জেলসুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, 'কেন এ ঘটনা ঘটল, কারও গাফিলতি আছে কি না, কেউ এখানে সহযোগিতা করেছে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তিন সদস্যের কমিটি করেছেন আইজি প্রিজন এবং ছয় সদস্যের কমিটি করেছে সুরক্ষা সেবা বিভাগ।'

Comments

The Daily Star  | English

Biting cold wave sweeps northern and coastal regions as mercury drops

Temperatures fell sharply, likely to persist for another two to three days

25m ago