নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে আহত

আহত মনিরুজ্জামান মনির। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরের স্বজন রাজীব দ্য ডেইলি স্টারকে জানান, তার চাচা মনির পরিবার নিয়ে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে থাকতেন। আজ দুপুরে তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান। সেখান থেকে ফেরার পথে চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোস্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে এ হামলা করেছে তা আহত ব্যক্তির পরিবার বলতে পারেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। আহত ব্যক্তির পক্ষে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English

Ducsu polls returns to campus in style with exceptional voter turnout

It was 78% this time, a leap from 50-60% in the 1970s and ‘80s

52m ago