হত্যা-বিস্ফোরক মামলায় ঢাবি শাখা ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত এই নেতা ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীতে দায়েরকৃত হত্যা এবং বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়ন থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লামা-বায়েক গ্রামের আনিসুল হকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশগ্রহণসহ নেতৃত্ব দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 

ওসি জানান, গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি তিনি। তাছাড়া একই অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায়ও তিনি আসামি বলে জানতে পেরেছি। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি। 

Comments

The Daily Star  | English

Making sense of the numbers

What Ducsu vote counts reveal about Shibir’s dominance

21m ago