গাজীপুরের ফ্ল্যাট থেকে ২ কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে দুই কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাত ৩টার দিকে কাশিমপুরের মাধবপুর উত্তরপাড়া এলাকার ওই ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এই শ্রমিকরা হলেন রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। রাসেল চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে। সুফিয়ান ভোলা সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার খলিলুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই শ্রমিকরা কীভাবে মারা গেছেন কিংবা খুন হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাসেল ও সুফিয়ান এখানকার একটি কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতেন। দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন স্থানীয় রেজাউল করিমের বাড়িতে।

মঙ্গলবার কারখানার মালিক বাড়ির তত্ত্বাবধায়ক বকুলকে ফোন করে জানান যে রাসেল ও সুফিয়ান সারাদিনে কারখানায় আসেননি। তখন বকুল রাত ১১টার দিকে চারতলার ফ্ল্যাটের একটি কক্ষে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান।

পরে কাশিমপুর থানা থেকে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago