‘পকেটমার ধরে’ গণপিটুনির শিকার পুলিশ সদস্য ও তার বন্ধু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও তার বন্ধু মো. রাজুকে (৪৫) গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শফিউজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় এক বন্ধুর বাসায় এসেছিলেন। ঢাকায় ফেরার উদ্দেশে আরেক বন্ধুর সঙ্গে সানারপাড় বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। সে সময় এক পকেটমার তার মোবাইলটি ছিনিয়ে নিলে তিনি ওই পকেটমারের হাত ধরে ফেলেন। ওই পকেটমার উল্টো পকেটমার বলে চিৎকার করে লোকজন জড়ো করে এবং তাদের দেখিয়ে দেন।

'কিছুক্ষণের মধ্যে উত্তেজিত জনতা আমাদের মারধর শুরু করে। আমি পরিচয়পত্র দেখালেও তারা মারতে থাকে,' বলেন তিনি।

বিষয়টি জানার পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আল মামুন বলেন, 'এটা ভুল বোঝাবুঝি ছিল। ওই পুলিশ সদস্য ছুটিতে ছিলেন এবং এক বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন। তারা লিখিত অভিযোগ দিলেই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago