বান্দরবানে ত্রিপুরা খ্রিষ্টানদের ঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ঘরের জায়গায় বসে আছেন ত্রিপুরা খ্রিষ্টান পাড়ার বাসিন্দারা। ছবি: সংগৃহীত

বান্দরবানে লামায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাকৃতরা হলেন-সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা এবং তুঙগঝিড়ি পাড়ার বাসিন্দা মং শৈ ম্যা ত্রিপুরা ও মো. ইব্রাহিম (৬৫)।

বড়দিনের আগে গত পরশু রাতে সরই ইউনিয়নের তংঙঝিরি ত্রিপুরা পাড়ার ১৭টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানায়, গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়দিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত রাতে এজাহারভুক্ত ৭ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh Purchasing Managers’ Index

Bangladesh’s economy might have expanded in August: PMI

Growth stalls in agriculture, construction, as input costs and employment decline

52m ago