ম্রো পাড়ায় হামলার ঘটনায় এমজেএফের নিন্দা

ম্রোদের বাড়িতে আগুন
বান্দরবানে লামায় সরই ইউনিয়নে রেঙয়েন কারবারি পাড়ায় সোমবার ম্রোদের বাড়িঘরে আগুন-ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রেঙয়েন ম্রো পাড়ায় হামলা, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এমজেএফ ম্রো জনগোষ্ঠীকে উচ্ছেদ করে তাদের জমি দখলের এই হীন প্রচেষ্টায় গভীর উদ্বেগ জানিয়েছে। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শাস্তি দাবি করেছে এমজেএফ।

বিবৃতিতে বলা হয়, গত বছরও এরকম আরেকটি হামলার ঘটনা ঘটেছে। এমজেএফ মনে করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এরকম হামলার ঘটনা ঘটতেই থাকবে।

ম্রোদের পুনর্বাসনের জন্য জেলা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বান্দরবানে লামায় ম্রোদের ঘরে সোমবার রাতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগকারীরা জানিয়েছেন, সোমবার ভোররাত ১টার দিকে ৫-৬টি ট্রাকে করে বহিরাগতরা এসে রেঙয়েন ম্রো পাড়ায় আগুন দেয়।

 

Comments

The Daily Star  | English

People cautioned of travelling to India, affected countries as Covid spreads

DGHS has also instructed to enhance health screening and surveillance measures at all land, river, and airports

14h ago