বেনজীর ও তার বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

বেনজীর আহমেদ, আয়কর নথি, জিসান মির্জা, দুদক,
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচার আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে দুদকের এই কর্মকর্তা বলেন, বেনজীরের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। কিন্তু দুদক ১৪ কোটি ৫ লাখ ১৬ হাজার ৩৯১ টাকার তথ্য পায়, যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন।

ফারহীন রিশতা বিনতে বেনজীরের বিরুদ্ধে ৮ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৩৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা জ্ঞাত আয় বহির্ভূত। তাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করতে আয়কর রিটার্ন জব্দ করা প্রয়োজন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

এর আগে, গত ৮ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও তার ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দেন আদালত।

গত বছরের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

সবগুলো মামলায় সাবেক এই আইজিপিকে আসামি করা হয়েছে।

এছাড়া পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক আরেকটি মামলা করে এবং একই আদালত দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন।

গত বছরের ১৮ এপ্রিল সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago