শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, আটক ১

শাহবাগ মেট্রো স্টেশন। ফাইল ছবি

রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। তবে ওই শিশুটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি মোবারক।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার এক পথশিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রায়হান ওই শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়েঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে রায়হানকে আটক করে।

Comments

The Daily Star  | English

LPG prices soar on artificial scarcity

Traders call indefinite strike for higher distribution charges

10h ago