লালমনিরহাটে মসজিদে হাসাহাসির জেরে সংঘর্ষে আহত ৮, আটক ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাট শহরের ডায়াবেটিক মোড় এলাকায় দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।

মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে হামলা ও একজনের মৃত্যুর গুজবে শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

আহতদের মধ্যে ডায়াবেটিক মোড় এলাকার আব্দুস সালামের ছেলে সিজান ইসলাম (২০) ও চাঁনীবাজার এলাকার ফরহাদ হোসেনের ছেলে রোহান ইসলামের (২০) অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে ডায়াবেটিক এলাকার শফিকুল ইসলামের চার ছেলে জিয়ারুল ইসলাম (২৩), সৈকত ইসলাম (১৮), শাহিনুর ইসলাম (২৪) ও সজিব ইসলামকে (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মসজিদে সিজান ইসলামকে দেখে ব্যঙ্গাত্মক হাসি দেওয়ার অভিযোগ রয়েছে শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে মসজিদের বাইরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা মীমাংসা করে দেন। এরপর সন্ধ্যায় সিজান ও তার বন্ধু রোহান একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় শাহিনুরসহ ৮-১০ জন এসে তাদের মারধর ও ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার রাত ৯টার দিকে গুজব ছড়ায়, রোহান মারা গেছে। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। বিক্ষুব্ধ স্থানীয়রা শাহিনুর ও তার বন্ধু আল আমিনের বাড়ি ভাঙচুর করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, 'দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ, ডিবি পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শফিকুল ইসলামের চার ছেলেকে আটক করা হয়েছে।'

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক বলেন, 'বর্তমানে পরিস্থিতি শান্ত। সংঘর্ষে দুইজন গুরুতর এবং আরও ছয়জন আহত হয়েছেন। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Chittagong port containers

Exports fall for fifth straight month to $3.96b in December

During the first half of fiscal year 2025–26, total export earnings stood at $23.99 billion, down 2.19%

2h ago