নারায়ণগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মো. রাহিম (২২) বন্দরের দক্ষিণ বারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বারপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে চুরি করতে যাওয়ার অভিযোগে গতরাত দুইটার দিকে স্থানীয়রা ওই যুবককে মারধর করে। 

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

ওসি বলেন, 'ওই প্রবাসীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা যুবকটিকে মারধর করেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেও এ সংক্রান্ত আগের কোনো অভিযোগ নিহতের বিরুদ্ধে পাওয়া যায়নি। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।'

এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

'Why should an innocent person be punished?' says Jahangir on Hamid's arrival

The home adviser says Hamid will face legal consequences only if an investigation finds him guilty

4h ago