গাজীপুর ও ফেনীতে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কাপাসিয়া ও ফেনী সদর উপজেলায় চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গাজীপুরে হাড়ি-পাতিল চুরির অভিযোগে মোহাম্মদ মোজাম্মেল (৫০) এবং ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে মো. মনসুর আহমদ বাহারকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়। গাজীপুরে নিহত মোজাম্মেল (৫০) কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ফেনীতে নিহত বাহার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির সুলতান আহমেদের ছেলে।
কাপাসিয়ার স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় মতিউর রহমানের স্ত্রী মোছাম্মদ খুকি আক্তারের (৪০) বাড়ি থেকে হাড়ি-পাতিল চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন মোজাম্মেলকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
মোজাম্মেলের চাচাতো ভাই মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করেন, 'আমার ভাইকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে নিজ বাড়ির সামনে থেকে ১০-১২ জন পাশের বাড়িতে নিয়ে চোর অপবাদ দিয়ে মারধর করেছে।'
'হত্যাকারীদের সঙ্গে আমার ভাইয়ের ব্যক্তিগত বিরোধ ছিল,' বলেও দাবি করেন তিনি।
মোজাম্মেলের স্ত্রী সুলতানা রাজিয়া বলেন, 'আমার স্বামী একজন কৃষক। পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাকে মেরে ফেলা হয়েছে। এখন আমি দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে কোথায় যাব?'
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'
'অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' যোগ করেন তিনি।
অপরদিকে আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামে বাহারকে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা দাবি করেন, মধ্যম লক্ষ্মীপুর গ্রামের মৌলভী আনোয়ার উল্লাহর পুরাতন বাড়ির হানিফের সিএনজিচালিত অটোরিকশাটি প্রতিদিনই তার বাড়ির দরজায় পার্কিং করে রাখা হয়। আজ ভোররাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অপরিচিত একজন অটোরিকশাটি চুরি করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ শামসুজ্জামান বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


Comments