হাতিয়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ২

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ধর্ষণ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ১০ নং জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, স্থানীয় এক বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে এই হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা আজ সোমবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

পুলিশ জানায়, রোববার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করতে অভিযান চালায় জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত পৌনে ১০টার দিকে নতুন সুখচর বাজার গিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করলে আসামি পুলিশের ওপর হামলা করে। পুলিশ আসামিকে হাতকড়া পরিয়ে থানায় ফেরার পথে জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেনের ভাই ইয়াছিনের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল লোক লাঠিশোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আসামি মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলাকারীদের ইটের আঘাতে জাহাজমারা তদন্তকেন্দ্রের এ এস আই অভিজিৎ বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ আহত হন। পরে ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে।

এ বিষয়ে বিএনপি নেতা মোশারফ হোসেনের বক্তব্য জানতে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি এ কে এম আজমল হুদা আরও বলেন, বাকি আসামিরা হলেন স্থানীয় নতুন সুখচর গ্রামের মো. ইয়াছিন (৫০) মো. সারোয়ার হোসেন (৪৫), নাসির উদ্দিন (৪০) ও মানছুর (৩৫)।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago