দুর্নীতি প্রমাণ হলে সাইফুজ্জামানের পাচার করা সম্পদ দেশে আনা হবে: দুদক চেয়ারম্যান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বিদেশে তার পাচার করা সম্পদ ফেরত আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

যুক্তরাজ্য সফর শেষে আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, 'যুক্তরাজ্য সরকার সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সন্দেহে প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা (প্রায় ৭০ মিলিয়ন পাউন্ড) মূল্যের সম্পদ জব্দ করেছে।'

'পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল হলেও আমরা আশাবাদী। যদি আমরা দুর্নীতির যথাযথ প্রমাণ দিতে পারি, তাহলে সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।'

ড. মোমেন আরও বলেন, 'সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী আদনানের সংশ্লিষ্ট সম্পদের কাগজপত্র খুব শিগগির যুক্তরাজ্যে পাঠানো হবে, যেন পাচার করা আরও সম্পদ উদ্ধার করা যায়।'

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, 'টিউলিপ যতই বলুন তিনি ব্রিটিশ নাগরিক, আমাদের কাছে থাকা কাগজপত্র অনুযায়ী তিনি বাংলাদেশি নাগরিক। তাই আমরা আমাদের আইনের আওতায় ব্যবস্থা নিচ্ছি।'

'তিনি যদি নির্দোষ হতেন, তাহলে পদত্যাগ করলেন কেন? মন্ত্রিত্ব হারালেন কেন,' প্রশ্ন রাখেন দুদক চেয়ারম্যান।

 

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

9h ago