ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

মনিরুল মাওলা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, মনিরুল মাওলার নামে দুদকে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়।

পরবর্তীতে আজ মনিরুল মাওলাকে আদালতে হাজির করলে তাকে জেলে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত বছরের শেষ নাগাদ ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১০৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক মনিরুলসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছিল।

এক্সটারনাল অডিটে ঋণ অনিয়ম ও দুর্ব্যবস্থাপনার প্রমাণ মেলায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ মনিরুল মাওলাকে সরিয়ে দেওয়া হয়। গত ৬ এপ্রিল ব্যাংকের ৩৯৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ২০ মে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়।

এর আগে, এপ্রিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ মনিরুলকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

২০২১ সালের জানুয়ারিতে মনিরুলকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্রভাব বিস্তার করছিল বিতর্কিত এস আলম গ্রুপ।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারালে মনিরুলের ওপর চাপ বাড়তে থাকে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago