নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধাকে হত্যা

২ শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলেয়া বেগম (৮০) উপজেলার কালাতলা ইউনিয়নের উমজুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া বেগমের নাতনিকে একই গ্রামের কাউসার বাবনা (২৮) শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনাটি বাড়িতে জানালে আলেয়া বেগম প্রতিবাদ করেন এবং কাউসারের কাছে ব্যাখ্যা চান। 

এতে ক্ষিপ্ত হয়ে কাউসার ও তার ছোট ভাই আনসার বাবনা (২২) আলেয়াকে মশলা বাটার পাটা দিয়ে আঘাত করেন। 

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় বৃদ্ধা আলেয়া ঘটনাস্থলেই মারা যান।

আলেয়ার ছেলে ফেরদৌস হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাউসার প্রায়ই আমার মেয়েদের উত্ত্যক্ত করতো। এবার আমার তৃতীয় মেয়েকে হেনস্থা করলে মা প্রতিবাদ করেন। এজন্যই তাকে তারা মেরে ফেলল।'

ঘটনার পরপরই স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ২ ভাইকে আটক করে।

ওসি শাহাদাত হোসেন বলেন, 'কাউসার ও আনসারকে আটক করা হয়েছে। নিহতের ছেলে ফেরদৌস বাদী হয়ে মামলাটি করবেন।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago