টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, মরদেহটি তিন টুকরো করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ট্রাভেল ব্যাগের ভেতর রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে যায়। 

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের খণ্ডিত অংশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago