ধারের টাকা শোধ করতে না পারায় স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

অভিযোগ আছে, ধারের টাকা শোধ করতে না পাড়ায় দম্পতিকে অপহরণের পর আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে গতকাল শুক্রবার শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, গতকাল মামলার দুই আসামি আবু সুফিয়ান জাকির (৪০) ও মিল্লাত হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, এই দম্পতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া থাকতেন। স্বামী পেশায় একজন শ্রমিক। সেখানে মো. আজহার (৫০) নামে একজনের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর ধারের টাকা শোধ করার জন্য চাপ দিতে থাকেন আজহার। গত বুধবার আবার টাকা ফেরত চাইলে আরও কিছুটা সময় চান তারা। এতে ক্ষিপ্ত হয়ে আজহার শিবগঞ্জ উপজেলার আবু সুফিয়ান জাকির (৪০, মিল্লাত হোসেন (৩৫) এবং ফারুক হোসেনকে নিয়ে ওই দম্পতির বাসায় এসে তাদের জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে শিবগঞ্জের মোকামতলা এলাকায় নিয়ে যান।

সেখানে মারধর করে স্বামীকে একটি ঘরে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ওসি মো. শাহীনুজ্জামান বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago