ঈশ্বরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৯ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, জাহাঙ্গীর আলম, শান্ত মিয়া, জীবন মিয়া ও মো. নাঈম মিয়া। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর ও শান্ত ইজিবাইক চালক এবং জীবন ও নাঈম উপজেলার চাট্টি গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বপরিচিত জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে ঈশ্বরগঞ্জে যান গৌরীপুরের ওই তরুণী। পরে জাহাঙ্গীর ও অপর তিনজন তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং তার কাছে টাকা দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে সেখান থেকে পালতে সক্ষম হয় ওই তরুণী। শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক ওই তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন।

এ খবর পেয়ে পুলিশ ওই তরুণীর বাড়ি পরিদর্শন করেছে। তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় এখনো কোনো মামলা করেনি।

ওসি বলেন, 'চিকিৎসা ও আইনি সহায়তার জন্য আমরা ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।'

ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago