৮০ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনুমোদন ছাড়া ঋণের মাধ্যমে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক আফরোজা খান এ মামলা দায়ের করেন।
মামলার অন্য অভিযুক্তদের মধ্যে আছেন—আকিজ উদ্দিন, লা-অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক নাজমে নওরোজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ব্যাংকের কাজী দেউড়ি মহিলা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দা নাজমা মালেকা এবং সাবেক শাখা ব্যবস্থাপক হুমায়ারা সাঈদা খানম।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে এম/এস লা-অ্যারিস্টোক্রেসি ৭৯ কোটি ৯৬ লাখ টাকার ঋণ নিলেও তা পরিশোধ করতে ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে সেই অর্থ নগদ লেনদেন, পে-অর্ডার এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের মাধ্যমে পাচার করা হয়।
Comments