কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা মন্দিরে লাগানো আইপি ক্যামেরা ও এর মেমোরি কার্ডও খুলে নিয়ে গেছে। উপজেলার স্বরূপদহ পালপাড়ার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে রোববার রাতে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কার্তিক প্রতিমার হাত ও গলা এবং সরস্বতী প্রতিমার হাত ও মুকুট ভেঙে দেয়। প্রতিমা দুটির বাহন রাজহাঁস ও ময়ূরও ভাঙা হয়েছে। রোববার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে এই ঘটনাটি ঘটে থাকতে পারে।
মন্দিরের সেবক বাদল কুমার দে ডেইলি স্টারকে বলেন, 'তিন বছর ধরে আমরা এখানে দুর্গাপূজার আয়োজন করে আসছি। উৎসবমুখর পরিবেশের মধ্যে এই ঘটনা আমাদের আতঙ্কের মধ্যে ফেলে দিল।'
আজ সোমবার দুপুরে মন্দিরের সেক্রেটারি শ্রীবাস কুমার দে বলেন, 'আমরা কিছুক্ষণ আগেই পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বের হলাম। এখন এলাকায় গিয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবো। তবে এখনো পর্যন্ত মামলার সিদ্ধান্ত নেইনি।'
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় রাত ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, 'মন্দিরের নিরাপত্তায় লাগানো আইপি ক্যামেরা ও মেমোরি কার্ড দুর্বৃত্তরা নিয়ে গেছে। এখনো কাউকে আটক করা যায়নি। আমরা কোনো অভিযোগও পাইনি। তবে আমরা সর্বোচ্চ গতিতে তদন্ত চালাচ্ছি।'
এদিকে, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুষ্কৃতকারীরা দুটি প্রতিমার ক্ষতি করেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
জেলা প্রশাসক আরও জানান, মন্দিরে আবার ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সেখানে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Comments