‘আল্লাহ তুই দেহিস’

সেই হালিম উদ্দিনের চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা

ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের তারাকান্দায় জোরপূর্বক বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল কেটে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় এই মামলা দায়ের করেন। এতে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আসামি করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।'

তিনি বলেন, 'ঘটনাটি প্রায় চার মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ঘটনার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।'

এর আগে, এ ঘটনায় বিচার চেয়ে থানায় হাজির হন ভুক্তভোগী হালিম উদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে মো. শহীদ আকন্দসহ দুজন প্রতিবেশী। 

হালিম উদ্দিন অভিযোগ করে বলেন, 'সেদিন বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে চুল কেটে দেয়। আমি বহু চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তাই আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।'

'এখনো আল্লাহর কাছেই বিচার চাই। তবে পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে', আক্ষেপের সুরে বলেন তিনি।

ঘটনাটি গত ঈদুল আজহার আগের। ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি জানান, ভুক্তভোগীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর ভক্ত ও নকশবন্দিয়া তরিকার অনুসারী হালিম উদ্দিন দীর্ঘ ৩৭ বছর ধরে চুলে জটা রাখছিলেন। একসময় কৃষিকাজে যুক্ত থাকলেও এখন তিনি সাদামাটা ও আধ্যাত্মিক জীবনযাপন করেন। 

চুল কেটে দেওয়ার ঘটনা প্রসঙ্গে আসলাম বলেন, 'সেদিন কাশিগঞ্জ বাজারে ঘোরাঘুরি করার সময় "সামাজিক কাজের" নামে একদল লোক হালিম উদ্দিনের চুল কেটে দেয়।'

তিনি জানান, বাজারে এক পাগল ঘোরাফেরা করছে'—এমন তথ্য পেয়ে ঢাকা থেকে একটি দল কাশিগঞ্জ বাজারে আসে। তারা সকালে বাজারে পৌঁছে হালিম উদ্দিনকে দীর্ঘ সময় ধাওয়া করে ধরে ফেলে এবং জোরপূর্বক তার চুল কেটে দেয়। স্থানীয়রা এসময় ঠেকানোর চেষ্টা করলেও ওই ব্যক্তিরা তা উপেক্ষা করে বলে অভিযোগ রয়েছে।

পাঞ্জাবি-টুপি পরিহিত যে ব্যক্তিরা হালিম উদ্দিনের চুল কেটে দিচ্ছিলেন, তাদের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ফেসবুকে 'হিউম্যান সার্ভিস বাংলাদেশ' নামে একটি পেজের সন্ধান মেলে। যেখান থেকে নিয়মিত বিরতিতে প্রচলিত জীবনধারার বাইরের মানুষদের ধরে জোরপূর্বক চুল-দাড়ি কেটে দেওয়ার অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago