স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ঢাকার কলাবাগান এলাকায় নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজারে রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, পুরান ঢাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
গত ১৩ অক্টোবর ৪২ বছর বয়সী তসলিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার পরিবার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর বাড়িতে একটি ডিপ ফ্রিজারে তার মরদেহ খুঁজে পায়।
আত্মীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, স্বামী নজরুলের সঙ্গে তসলিমার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার পর নজরুল আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, তাদের দুই মেয়েকে তাদের খালার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন নজরুল। সন্তানদের বলেছিলেন, তাদের মায়ের 'অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে পালিয়ে গেছে'।


Comments