তরুণীকে পোশাক নিয়ে হেনস্তা, সেই মহিন মজুমদার গ্রেপ্তার

এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে মহিন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৭ ঘণ্টা আগে দেওয়া এক পোস্টে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তা করছে। পুলিশ মহিন মজুমদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে।
পোস্টে পুলিশ জানায়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে। ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে একজনের পোশাক অন্য কারও কাছে দৃষ্টিকটু মনে হলে তার বিরুদ্ধে যথাস্থানে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু তাকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তা প্রদান ও যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
ওই ফেসবুক পোস্টটির নিচে কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০০টি মন্তব্য পড়েছে। অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেন।
এক মন্তব্যকারী আগের একটি ঘটনার উল্লেখ করে লেখেন, 'আমি ফুল কিনতে যাচ্ছি। আপনারা তাকে যখন ছেড়ে দিবেন। তখন তো তাকে আবার ফুলের মালা দিয়ে বরন করে আনতে হবে!'
Comments