সুন্দরবনে যৌথ অভিযান: জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত দলের হাতে জিম্মি থাকা পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার সকালে এ তথ্য জানান।
কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়ে জানানো হয়, গত শুক্রবার বিকেল ৩টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকায় বেড়ানোর সময় পাঁচজন পর্যটক, একজন মাঝি ও রিসোর্ট মালিকসহ সাতজনকে জিম্মি করে মাসুম মৃধার নেতৃত্বাধীন ডাকাত দল।
এতে বলা হয়, ডাকাত দল তিন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও বাকি দুই পর্যটক ও রিসোর্ট মালিককে জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।
রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
অভিযান চলাকালীন গত শনিবার ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) ও মেহেদী হাসানকে (১৯) সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এবং রোববার সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে ডাকাত সহযোগী আলম মাতব্বরকে (৩৮) আটক করা হয়।
রোববার বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা থেকে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে (৩০) নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়।
একইদিন সন্ধ্যা ৭টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মিকৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ডাকাত মাসুম মৃধাকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে।

Comments