গাজীপুরে এনসিপি সদস্যকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান।

তিনি জানান, হাবীব তার মোটরসাইকেল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন। সেটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ কর। পরে তারা হাবীবকে একটি স্থানে নিয়ে জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এটি একটি পরিকল্পিত ঘটনা বলেও জানান তিনি।

হাবীব ডেইলি স্টারকে জানান, দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে তার কাছে আসে। কিন্তু তারা কোনো আলোচনা না করেই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে। 

এনসিপির এই সদস্য আরও জানান, বর্তমানে বাসন থানায় অবস্থান করছেন এবং এ ঘটনায় মামলা দায়ের করবেন।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হাবীব মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ কয়েকজন দুর্বৃত্ত ক্রেতা সেজে এসে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English