হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: হিরো আলম

হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

মনোনয়নপত্র বাতিলের পর এখন কি করবেন, জানতে চাইলে হিরো আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেটা করার সেটাই করতে হবে। আপিল করতে হবে। আগে নির্বাচন কমিশনে, তারপরে হাইকোর্টে আপিল করব।' 

নির্বাচন কমিশনে কবে আপিল করবেন জানতে চাইলে তিনি বলেন, 'আগামী কাল আপিল করব।' 

নির্বাচন কমিশনে আপিল করলে কাজ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন কমিশন থেকে কিছু পাওয়া যাবে না। ওখান থেকেও বাতিল করে দেবে। সেটা আমার জানা হয়ে গেছে। হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই।' 

কী কারণে মনোনয়নপত্র বাতিল হলো জানতে চাইলে হিরো আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমার ভোটারদের স্বাক্ষর দেখল না। ৩ জন ভোটার উপস্থিত ছিল তাদের দেখেনি... আমি বলব, নির্বাচন কমিশনার ইচ্ছা করে এটা করেছে। তার কারণ, আমার ভোটাররা সেখানে উপস্থিত, ভোটারদের কেন দেখল না; প্রশ্ন আমার একটাই।'
 
হিরো আলম আরও বলেন, 'ওরা বলছে স্বাক্ষর খুঁজে পায়নি। আমি বলেছি, তারা (ভোটাররা) আমার সামনে। তখন বলেছে, স্বাক্ষরে মিল নেই। আমি বললাম, তারা আমার সামনে, দেখেন। নির্বাচন কমিশন দেখল না কেন?'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago