দিনের ভোট দিনেই হবে: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি: স্টার

দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আজ রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

'ভোট যখন হবার তখনই হবে, ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে, দিনেই ভোট হবে,' বলেন আনিছুর রহমান।

'অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য না করার কোনো বিকল্প নেই, করতেই হবে,' বলেন তিনি।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে আনিছুর বলেন, 'নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।'

নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, 'ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। দল, কর্মী, প্রার্থী, ভোটার নিয়ে আসবে। যদি কেউ ভয় ভীতি দেখায় সেই বিষয়ে ব্যবস্থা হবে। নির্বাচন বানচাল করা, ভোট দিতে না দেওয়া বা বাধাগ্রস্থ করার অধিকার কারো নেই।'

এর আগে সকাল সাড়ে ১০টায় সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলার এসপি, থানার ওসিরা, গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন আনিছুর রহমান। দুই ঘণ্টা মিটিং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেন জানিয়েছেন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago