নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪ দল: ইসি

তথ্য সংশোধনের সময়সীমা ১৫ দিন বাড়ল
নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১৪৪টি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। 

তবে তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে ইসি।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

তিনি বলেন, 'প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে। বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে।'

'তাদের ১৫ দিনের মধ্যে সংশোধিত ও সম্পূর্ণ তথ্য দিতে হবে,' বলেন তিনি।

গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। 

বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে তিনটি দল একাধিক আবেদন করে।

আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago