সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনে সরকারের নির্দেশ পেল ইসি

নির্বাচন ভবন। ছবি: সংগৃহীত

গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

চিঠিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে বলা হয়েছে।

আজ শনিবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করার জন্য বলা হয়েছে।'

আখতার আহমেদ বলেন, 'গত বৃহস্পতিবার আমরা এই চিঠিটা পেয়েছি। এতে বলা হয়েছে যে, গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একইদিনে করতে হবে। এখনো আইনটি হয়নি। আইনটি হওয়ার পর আমরা বাকি কাজগুলো করতে পারব।'

এদিকে একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, 'গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।' 

রাজধানীর গুলশানে এক কর্মশালায় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, 'আগামী সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।'

এটি আয়োজন করা চ্যালেঞ্জ হবে জানিয়ে সিইসি বলেন, 'একইদিনে নির্বাচন ও গণভোট করার মতো এমন মুখোমুখি পরিস্থিতিতে পড়তে হয়নি পূর্ববর্তী কোনো নির্বাচন কমিশনকে।'

'আগের কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা বর্তমান নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago