ভোটদানে সময়ের ব্যাপারে সবাইকে সংবেদনশীল হতে হবে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, 'আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।'
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সানাউল্লাহ বলেন, 'দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সে ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।'
'এবার দুটি ভোট হবে। ফলে সময়ের ব্যাপারে সবার একটু সংবেদনশীল হতে হবে। মক ভোটিংয়ে দেখা গেছে, একটা ভোটার গড়ে তিন মিনিট ৫২ সেকেন্ড সময় নিচ্ছে। যে ব্যালট না পড়ে ভোট দিচ্ছে, তার দুই মিনিট লাগছে। আর যে ব্যালট পড়ে ভোট দিচ্ছে, তার সাত-আট মিনিট লাগছে,' যোগ করেন তিনি।
সানাউল্লাহ আরও বলেন, 'এই বাস্তবতা আমরা জানি। কেন্দ্র বাড়বে না, বুথও বাড়বে না। ভোট ব্যবস্থাপনাকে আমাদের আরও স্মার্ট করতে হবে।'
নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য কিউআর কোডের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।


Comments