তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

কর্মশালায় কথা বলছেন ইসি সচিব। ছবি: স্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাৎ পেতে আজ বৃহস্পতিবার ইসি এ চিঠি দেয়। দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চে‌য়ে চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

ইসি সচিব বলেন, আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট কাউন্টিং পদ্ধতিটা কী হবে। কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপর একটা অ্যামেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

আখতার আহমেদ বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে যে দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুই দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, কোনো আপত্তি আছে কি না।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago