রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনে বৈঠক শেষে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন সিইসি ও অন্য কমিশনাররা। ছবি: স্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার কমিশনার।

আজ বুধবার বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা আগে নির্বাচন ভবনে বৈঠক করেন। এরপর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর সাড়ে ১২ টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিকে গতকাল বিকেল থেকে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে।

এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজবে।

এদিকে ইসি গতকাল জানিয়েছে, সিইসির ভাষণ রেকর্ডের পর আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

14h ago