৩০০ আসনে ১৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭২৩: ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে ১ হাজার ৮৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার সন্ধ্যায় ইসি এসব তথ্য প্রকাশ করেছে।
গত ২৯ ডিসেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং অফিসাররা।
৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৫৬৮ জন।
ইসির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ বৈধ মনোনয়ন ঢাকায় ৩০৯টি। ফরিদপুরে সর্বনিম্ন ৯৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
এদিকে, ঢাকায় সর্বোচ্চ ১৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবচেয়ে কম বাতিল করা হয়েছে বরিশালে ৩১টি।
যাচাই-বাছাই শেষে দেখা গেছে দুজন করে প্রার্থী রয়েছে নীলফামারী-৩, বগুড়া-৬, রাজশাহী-৪ ও ৫, পিরোজপুর-১, শেরপুর-২, নেত্রকোনা-৫, ঢাকা-২, চট্টগ্রাম-৩ আসনে।
তিনজন করে প্রার্থী আছেন ঠাকুরগাঁও-১, জয়পুরহাট-২, বগুড়া-২ ও ৭, রাজশাহী-১, ৩ ও ৬, সিরাজগঞ্জ-৩, মেহেরপুর-১ ও ২, যশোর-৬, মাগুরা-২, সাতক্ষীরা-৪, টাঙ্গাইল-৭, জামালপুর-১ ও ২, ময়মনসিংহ-৭, মানিকগঞ্জ-২, শরীয়তপুর-৩, হবিগঞ্জ-২, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-১ আসনে।
১০ জন বা তার বেশি প্রার্থী রয়েছেন নাটোর-১, সিরাজগঞ্জ-৬, খুলনা-১, ঢাকা-৫, ৭, ৯, ১২, ১৬, ১৭, গাজীপুর-২, নারায়ণগঞ্জ-৩ ও ৪, গোপালগঞ্জ-৩, মাদারীপুর-১, ব্রাহ্মণবাড়িয়া-১ ও ২, ৫ ও ৬, নোয়াখালী-৫ ও ৬ আসনে।


Comments