জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন আপিলে বৈধ

ছবি: সংগৃহীত

আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থীদের দাখিল করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে আজ শনিবার দুপুরে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জামায়াতের এই নেতা কক্সবাজার-২ আসন থেকে নির্বাচন করছেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

Comments

The Daily Star  | English