ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ছবি: আলম পলাশ/স্টার

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ মঙ্গলবার আইনজীবী মো. মাহমুদুল হাসান ভারত ও অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন জমা দেন।

আবেদনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা বিবেচনা না করেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

আবেদনে তিনি বলেছেন, 'দেশের দরিদ্র মানুষ জাতীয় মাছ ইলিশ মাছ কেনার কথা কল্পনাও করতে পারে না, এমনকি অতি মূল্যের কারণে মধ্যবিত্তরাও ইলিশ কিনতে পারে না। স্থানীয় বাজারে ইলিশ গড়ে ১ হাজার থেকে ১২ শ টাকা কেজি, অন্যদিকে পদ্মার ইলিশের দাম প্রতি কেজি প্রায় ১২০০ থেকে দেড় হাজার টাকা বা তারও বেশি।'

এই আইনজীবী আবেদনে আরও বলেন, ভারতে রপ্তানির কারণে বাংলাদেশের বাজারে ইলিশের দাম বেড়েছে। 

এ ছাড়া রপ্তানি নীতি ২০২১-২০২৪ অনুযায়ী ইলিশ মাছ রপ্তানিযোগ্য পণ্য নয় বলেও উল্লেখ করে মাহমুদুল হাসান বলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে এবং আইন লঙ্ঘন করে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে।

বাংলাদেশের চেয়ে কম খরচে ভারতে ইলিশ রপ্তানি করে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করে এ আইনজীবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী সপ্তাহের যেকোনো দিন রিট আবেদনের শুনানি হতে পারে।'

 

 

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago