বজ্রপাতে একসঙ্গে ৫ শ্রমিকের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জের চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মঙ্গলবার বিকেল ৩টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ১ জন।'

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, 'নিহত সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্ব পাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটার শ্রমিক।'

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

29m ago