চোখের সমস্যা নিয়ে গাড়ি না চালানোর পরামর্শ সড়ক সচিবের

সায়েদাবাদ বাস টার্মিনালে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করছেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। ছবি: সংগৃহীত

চোখের সমস্যা নিয়ে সড়কে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। 

আজ বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে চালকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ পরামর্শ দেন। 

লায়নস ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা আহছানিয়া মিশন যৌথভাবে সপ্তাহব্যাপী এ আয়োজন করে।  

পরিদর্শনকালে সড়ক সচিব বলেন, 'চালকদের যদি চোখের সমস্যা থাকে তাহলে সামনের দৃশ্য ঠিকমতো দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সব চালকদের সুস্থ থাকতে হবে।'

চালকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সায়েদাবাদ আন্তঃজেলা নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং ঢাকা সড়ক পরিবহনের সভাপতি আজমল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক কমিটি এবং ২১৯৫ ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ আলী সুবা, সাধারণ সম্পাদক সেলিম সারওয়ার প্রমুখ।

সপ্তাহব্যাপী এই কার্যক্রম গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামীকাল ৩ নভেম্বর পর্যন্ত চলবে। 

সায়েদাবাদ বাস টার্মিনালে আজ বুধবার পর্যন্ত ৩ শতাধিক চালক বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করিয়েছেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago