৭ দিনেও সন্ধান মেলেনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মো. জাকির হোসেনের (২৮) নিখোঁজ হওয়ার ৭ দিন পেরিয়ে গেছে।

নিখোঁজ চিকিৎসকের স্ত্রী সখিনা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত শনিবার জাকির নিখোঁজ হওয়ার তৃতীয় দিনে দুপুর ২টার দিকে একটি ফোন কল আসে। ফোনে জানানো হয় জাকির হোসেন তাদের জিম্মায় আছেন। তাকে পেতে হলে মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকা দিতে হবে।'

জাকিরের মুক্তির জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'যারা ফোন করেছিল তারা কোনো পরিচয় দেয়নি। টাকা না পাওয়ার কথা বলে তারা আবারও ৩ লাখ টাকা দাবি করেন।'

জাকির হোসেন প্রায় ৩ বছর ধরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন বলে জানান ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির। তিনি বলেন, 'জাকির হোসেন কমপ্লেক্সে চিকিৎসকদের আবাসনে থাকতেন। তার স্ত্রীও একজন চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন।'

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, 'মুক্তিপণের ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। ঘটনাটি জানার পর থেকে পুলিশ ও র‌্যাব তদন্ত করছে। তদন্তকারী দল ঢাকাসহ বিভিন্ন জেলায় গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জাকির হোসেনের সন্ধান পাওয়া যায়নি।'

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নিখোঁজ হন ডা. জাকির। এর ২দিন পর গত ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Comments

The Daily Star  | English

New public service ordinance: Govt mulls softening strict provisions

Say high-level meeting sources; Secretariat employees suspend protests for today

10h ago