সব পাইলটের শিক্ষাসনদ যাচাইয়ে বেবিচকের চিঠি

Civil Aviation logo-1.jpg

দেশের সব এয়ারলাইন্স, হেলিকপ্টার অপারেটর এবং ফ্লাইং একাডেমিকে পাইলটদের একাডেমিক সার্টিফিকেট যাচাইয়ের জন্য চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার এবং এয়ার অ্যাস্ট্রাসহ ২২টি অপারেটরকে আগামী ৩১ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনের পর এ পদক্ষেপ নেয় বেবিচক। ওই প্রতিবেদনে উঠে আসে যে, বিমানের ফার্স্ট অফিসার সাদিয়া আহমেদ উচ্চ মাধ্যমিকের সময় মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে জাল শিক্ষাসনদ জমা দিয়েছিলেন।

বেবিচকের নির্দেশিকায় বলা আছে যে, বাণিজ্যিক পাইলটদের অবশ্যই এইচএসসি (বিজ্ঞান) বা বাধ্যতামূলক পদার্থবিদ্যা এবং গণিতের সঙ্গে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

14m ago