বগুড়ায় দরিদ্রদের জন্য বিনামূল্যে ঈদের বাজার

শেরপুর উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসা মাঠে বিনামূল্যে দরিদ্রদের ঈদের বাজার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

বগুড়া শেরপুর উপজেলায় অসহায়দের বিনামূল্যে ঈদের খাদ্যসামগ্রী সরবরাহ করছে স্থানীয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফর রিভার্স।

আজ সোমবার সকাল ১১টায় শেরপুর উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসা মাঠে বিনামূল্যের বাজারের আয়োজন করা হয়। দুপর দেড়টা পর্যন্ত উপজেলার ৩০০ হতদরিদ্রদের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দরিদ্রদের প্রত্যেককে ৩ কেজি করে চাল, তেল, চিনি, লবণ, মাছ, ডিম, দুধ, মাংস, সেমাই, মসলা, সবজিসহ ১৯ ধরনের খাদ্যসামগ্রী দেওয়া হয় বিনামূল্যে।

শেরপুর শহরের কলোনি এলাকা থেকে হুইল চেয়ারে ফ্রি বাজারে আসেন বাবুল ইসলাম (২৭)। তিনি ডেইলি স্টারকে বলেন, 'কোনো টাকা ছাড়াই ১৯ ধরনের আইটেম পেলাম। মাছ-মাংস, ডিম, দুধ, সবজি, সেমাই সবই পেয়েছি। এগুলো আমি ঈদ পর্যন্ত খেতে পারব।'

বাজার করতে আসা নার্গিস আক্তার (৩০) বলেন, 'কখনো ঈদের আগে এতগুলো জিনিস বিনামূল্যে পাইনি। এবার বাজারে সবকিছুর দাম বেশি। মাছ-মাংস, সেমাই, চিনি সব বিনামূল্যে পেলাম। ঈদটা এবার ভালো যাবে।'

বিনামূল্যের বাজারের বিষয়ে জানতে চাইলে হেল্প ফর রিভার্সের সভাপতি আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সমাজের অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর সুবিধার্থে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন যুবক আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন করেছি। নিজেরা চাঁদা দিয়ে বিভিন্ন উপজেলায় এই প্রোগ্রাম করছি।'

আরিফুল আরও বলেন, 'শেরপুর উপজেলার গ্রামে গ্রামে গিয়ে আমরা ৩০০ অসহায়, দরিদ্র, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মানুষ বাছাই করেছি। আজ তাদের ঈদের বাজার বিনামূল্যে দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago