ওআইসি মহাসচিবের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা।

সোমবার (২৯ মে) সকালে বিমানে কক্সবাজার পৌঁছে সেখান থেকে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে যান তিনি। এ ছাড়া আরও কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

সেখানে ক্যাম্পে ব্র্যাকের ইয়ুৎ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংন্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন।

এ ছাড়া শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা জানান, পরিদর্শনকালে ওআইসির মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন, রোহিঙ্গাদের সমস্যার কথা শুনেছেন।

এরপর বিকেলে তিনি বিমানে ঢাকায় ফিরে আসেন।

ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে জোরদার ছিল এপিবিএনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

2h ago