ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

ট্রেন
স্টার ফাইল ফটো

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আগামী ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

সার্ভারে চাপ কমাতে পৃথক দুই সময়ে টিকিট বিক্রি করবে রেলওয়ে।

আজ মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

রেলের পশ্চিম অঞ্চলের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি দুপুরে শুরু হবে।

এছাড়া, ঢাকা-চিলাহাটি রুটে ৪ জুন থেকে একটি নতুন ট্রেন চালু হবে এবং ঈদ উপলক্ষে মোট ৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

২৪ জুনের ট্রেনের টিকিট ১৪ জুন বিক্রি হবে এবং ২৫, ২৬, ২৭ ও ২৮ জুনের টিকিট যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুন পাওয়া যাবে।

ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন। প্রথমদিন ২ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। পরে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট বিক্রি হবে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন।

আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।

Comments